ফের রাজ্যের প্রশাসনিক স্থরে রদবদল। সরানো হল পূর্ব মেদিনীপুরের জেলা শাসক স্মিতা পান্ডেকে। তাঁর জায়গায় জেলাশাসক হলেন পূর্ণেন্দু মাজি।
পূর্ববর্তী জেলা শাসককে ওয়েবেল ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করল রাজ্য সরকার।
বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলা পদে ফিরিয়ে এনেছিলেন বীরেন্দ্র এবং জাভেদ শামিমকে। সূত্রের খবর একাধিক জেলার এসপিকেও সরানো হতে পারে কিছু দিনের মধ্যেই।
Related Posts
Comments are closed.