‘দেশের দরিদ্ররা স্বপ্ন পূরণ করতে পারেন, প্রমাণ করলাম’, ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে বললেন দ্রৌপদী মুর্মু

ভারতের নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। দেশের ১৫তম রাষ্ট্রপতি তিনি। সোমবার দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সংসদ ভবনে পৌঁছান তিনি। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও সুপ্রিম প্রধান বিচারপতি এন ভি রমণা এবং লোকসভার স্পিকার ওম বিড়লা।

এদিন শপথগ্রহণের পর দ্রৌপদী মুর্মু বলেন, নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। সকলের আশীর্বাদে আজ আমি দেশের রাষ্ট্রপতি। ভারতের দরিদ্র মানুষেরা স্বপ্ন পূরণ করতে পারেন, এর জ্বলন্ত উদাহরণ আমি। আমার রাষ্ট্রপতি হওয়া ভারতের প্রতিটি দরিদ্র মানুষের প্রাপ্তি। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। আমিই দেশের প্রথম রাষ্ট্রপতি যিনি ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন। তাই দেশের নাগরিকদের কাছে আমার অনুরোধ, স্বাধীনতা সংগ্রামীদের আশা পূরণ করতে আমাদের একসঙ্গে দেশের উন্নয়নে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের সেনাবাহিনীকেও শুভেচ্ছা জানান দ্রৌপদী মুর্মু। ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস। এই দিনে দেশের সশস্ত্র বাহিনী এবং দেশের সকল নাগরিককে অগ্রিম শুভেচ্ছা জানান পঞ্চদশ রাষ্ট্রপতি।

এদিন শপথগ্রহণের আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান দ্রৌপদী মুর্মু। এরপর রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। রামনাথ কোবিন্দকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছান সংসদে। সেখানে সেন্ট্রাল হলে শপথ গ্রহণের পর প্রথমবার ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠান উপলক্ষে ভাতৃবধূর পাঠানো সাঁওতালি শাড়ি পরেই আজ রাষ্ট্রপতি পদে শপথ নেন তিনি।

Comments are closed.