মজিদ মাস্টারের শাসনে ISF প্রার্থীকে রাস্তায় ফেলে মার, অভিযুক্ত তৃণমূল

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাড়োয়া বিধানসভায় প্রচারে বেরোন ISF প্রার্থী

পঞ্চম দফায় ভোট হাড়োয়ায়। ভোটের আগে প্রচারে বেড়িয়েছিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত ISF এর প্রার্থী কুতুবুদ্দিন ফাতেহি। তারপরই ধুন্ধুমার কাণ্ড। শাসনে কেন্দ্রীয় বাহিনীর সামনেই রাস্তায় ফেলে মারধর! ছিঁড়ে ফেলা হল প্রার্থীর জামা। ঝাঁটা-জুতো দেখিয়ে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা।

সোমবার সকালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাড়োয়া বিধানসভায় প্রচারে বেরোন ISF প্রার্থী। কুতুবুদ্দিন ফাতেহির অভিযোগ, ফলদি-বেলেঘাটা, পলতাডাঙা, আমিনপুর বাজারে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। সন্ডালিয়ায় পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রার্থীর উপর চড়াও হন তৃণমূল কর্মীরা।

তৃণমূল অবশ্য মারধোর করার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সিপিএমের দাগি নেতাদের সঙ্গে নিয়ে ঘুরছিলেন প্রার্থী। সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছেন। তৃণমূলের সঙ্গে এর সম্পর্ক নেই।

Comments are closed.