তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাও ঝড়, ১১৯ টি আসনের মধ্যে ৮৭ টিতে এগিয়ে টিআরএস

পৃথক রাজ্যের দাবি নিয়ে লড়ে আদায় করেছিলেন তেলেঙ্গানা রাজ্য। কে চন্দ্রশেখর রাও। সেই নয়া রাজ্য তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রীও নির্বাচিত হন কে সি আর। এই নির্বাচনে বিজেপি বা কংগ্রেস কারওর সঙ্গেই জোট গড়তে রাজি হননি কে চন্দ্রশেখর রাও। নির্বাচনে দেখা গেল তেলেঙ্গানাবাসী কে সি আর’এর ওপরই আস্থা রেখেছে। বিরোধীদের ধূলিস্যাৎ করে তেলেঙ্গানায় ঝড় তুললেন কে সি আর।
এই লেখার সময় পর্যন্ত তেলেঙ্গানায় ১১৯ টি আসনের মধ্যে ৮৭ টি আসনে এগিয়ে রয়েছেন কেসিআর-এর তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। কংগ্রেস ২১ টি ও বিজেপি মাত্র ৫টি আসনে এগিয়ে রয়েছে। দৃশ্যতই বিজেপি বা কংগ্রেস দু’জনেই কে সি আর ঝড়ে উড়ে গিয়েছে।
টিআরএস প্রেসিডেন্ট তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নির্বাচনী কেন্দ্র গাজওয়েলে ২,৮৬১ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রতিদ্বন্দ্বী ভানতিরু প্রতাপ রেড্ডির থেকে।
টিআরএস প্রেসিডেন্ট তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কন্যা কে কবিতা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিপুল জনসমর্থন নিয়ে আরও একবার টিআরএস ক্ষমতায় থাকছে।

Comments are closed.