প্রচারে লাল ঝড় পিনারাই বিজয়নের! দেখুন ফটো গ্যালারি

নির্বাচনের মুখে দেশে একমাত্র বাম শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এখন ভোট প্রচারে ব্যস্ত

বাংলার সঙ্গেই ঘোষণা হয়েছিল আরও ৫ রাজ্যের ভোট দিনক্ষণ। সেই ৫ এর মধ্যে রয়েছে কেরল। এবার কেরলে ভোট ৬ এপ্রিল। নির্বাচনের মুখে দেশে একমাত্র বাম শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এখন ভোট প্রচারে ব্যস্ত।

Inline
২১ এর নির্বাচনে এলডিএফের প্রার্থী হয়ে ধর্মদমে লড়বেন কেরলে মুখ্যমন্ত্রী পিনারাই‌ বিজয়ন। ১৫ মার্চ নির্বাচন কমিশনের কাছে নিজের মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন জমার পর শুরু করেন প্রচার জনসভা।
Inline
১৭ মার্চ প্রথম জন সভা করেন পিনারাই‌ বিজয়ন। সেখানে কেরলের সামগ্রিক উন্নয়ন রোডম্যাপ তুলে ধরেন। পিনারাইয়ের দাবি, নাভা কেরালা সাম্প্রদায়িকতা এবং সুবিধাবাদী রাজনীতিতে বিশ্বাস করে না।
Inline
এর পর ১৯ মার্চ ৫০ দফার ইশতেহার প্রকাশ করেন। সেখানে রয়েছে ৯০০ বেশি প্রতিশ্রুতি কথা।  কৃষকদের ৫০ শতাংশ আয় বৃদ্ধি করা হবে ইশতেহারে আশ্বাস পিনারাইয়ের। নির্বাচনের মুখে জমিয়ে প্রচার চালাচ্ছেন পিনারাই‌ বিজয়ন।

InlineInline

Comments are closed.