দলিতের বাড়িতে রাত কাটাতে মন্ত্রীদের মশার কামড় খেতে হচ্ছে, মন্তব্য যোগী সরকারের শিক্ষামন্ত্রীর

বিজেপি নেতাদের ‘দলিত-সফরের’ মাঝেই ফের নতুন করে বিতর্ক বাঁধালেন উত্তর প্রদেশে যোগী মন্ত্রিসভার সদস্য অনুপমা জয়সওয়াল। সম্প্রতি উত্তর প্রদেশের প্রাথমিক শিক্ষামন্ত্রী অনুপমা জয়সওয়াল সামলি জেলায় একটি দলিত পরিবারের সঙ্গে রাত কাটানোয় মশার কামড় সহ্য করতে হয়েছে বলে মন্তব্য করেছেন। আর এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সংবাদমাধ্যমসূত্রে জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রীরা দলিতদের বাড়িতে বিভিন্ন প্রতিবন্ধকতা সত্বেও যেভাবে কাটাচ্ছেন সেই বিষয়টিকেই তিনি তুলে ধরতে চেয়েছিলেন। বৃহস্পতিবার উত্তর প্রদেশের আরও একজন মন্ত্রী সুরেশ রানা বাড়ির তৈরি খাবার নিয়ে গিয়ে দলিতের বাড়িতে খেয়েছিলেন। তা নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ‘মশার কামড়’ বিতর্ক। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে শাসকদল যথেষ্ট চাপে পড়েছে বলে মনে করছে বিরোধীরা। আরএসএস প্রধান মোহন ভাগবত সম্প্রতি দিল্লির একটি সভায় বিজেপি নেতাদের উদ্দেশ্য করে তীব্র কটাক্ষ হেনে বলেছেন, ‘দলিতের সঙ্গে ভোজন’ কৌশল বিজেপির ‘পাবলিসিটি স্টান্ট’ ছাড়া আর কিছুই নয়। প্রশ্ন তুলেছেন দলিতদের প্রতি বিজেপির আন্তরিকতা নিয়েও।

Leave A Reply

Your email address will not be published.