মশাবাহিত রোগের জন্য ৩০০ শয্যার হাসপাতাল খিদিরপুরে

শুধুমাত্র মশাবাহিত রোগের জন্য আলাদা হাসপাতাল তৈরি হচ্ছে কলকাতায়। কলকাতা পুরসভার উদ্যোগে খিদিরপুর এলাকায় ৩০০ শয্যার একটি হাসপাতাল তৈরির কাজ শীঘ্রই শুরু হচ্ছে (New Hospital)। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজেই এই কথা জানিয়েছেন।
বর্তমানে কলকাতা শহর ও শহরতলিজুড়ে বড় সমস্যার নাম ডেঙ্গি। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেও কলকাতার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসা চলছে। ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণও হারিয়েছেন অনেকে। তাই, ডেঙ্গি, ম্যালেরিয়া ইত্যাদি মশাবাহিত রোগের জন্য আলাদা হাসপাতাল (New Hospital) তৈরির উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। হাসপাতালের জন্য জায়গাও নির্বাচন হয়ে গিয়েছে। খিদিরপুর এলাকায় কলকাতা পুরসভার নিজস্ব জমিতে ৩০০ শয্যার হাসপাতাল তৈরি হচ্ছে বলে পুরসভা সূত্রে খবর। ডেঙ্গি, ম্যালেরিয়া থেকে সমস্ত মশাবাহিত রোগের চিকিৎসার পাশাপাশি আধুনিক পরীক্ষাগারও থাকবে।
মশাবাহিত অসুখ ঠেকাতে মেয়র ফিরহাদ হাকিমের পরামর্শ, সবাই সচেতন থাকুন। নিজেদের বাড়ি, এলাকা, পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার রাখুন।

Comments are closed.