অমানবিক! জ্যোমাটকাণ্ডে মুখ খুললেন পরিনীতি চোপড়া

টুইট করে জ্যোমাটো কাণ্ডের সত্যতা যাচাইয়ের আর্জি জানালেন অভিনেত্রী।

গত তিন-চার দিন ধরে জ্যোমাটো কাণ্ড নিয়ে বেশ উত্তাল সোশ্যাল দুনিয়া। এবার সে বিষয়ের ওপর আলোকপাত করেই মুখ খুললেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। টুইট করে ঘটনার সত্যতা যাচাইয়ের আর্জি জানালেন অভিনেত্রী।

গতকাল রাতে একটি টুইট করে পরিণীতি লেখেন, “জ্যোমাটো ইন্ডিয়া দয়া করে সত্যিটা খুঁজে বার করুন, আর সবার সামনে সেটাকে নিয়ে আসুন। যদি ওই ভদ্রলোক নির্দোষ হয় (আমি বিশ্বাস করি উনি নির্দোষ) তাহলে ওই মহিলার শাস্তি দেওয়া হোক। এই ঘটনাটি অমানবিক, অপমানজনক এবং হৃদয় বিদায়কও বটে।”

গত, ১০ মার্চ সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে একজন মহিলাকে বলতে শোনা গেছে, খাবার দিতে এসে ঘুসি মেরে তাঁর নাক ফাটিয়ে দিয়েছেন এক জ্যোমাটো ডেলিভারি বয়। এরপর ওই ডেলিভারি বয়কে নিয়ে সোশ্যাল দুনিয়ায় শুরু হয় বিতর্ক।

কিন্তু এরপরই উঠে আসে এক নতুন তথ্য। যে ডেলিভারি বয়কে নিয়ে বিতর্কের সূত্রপাত। সেই কামরাজ দাবি করেন, খাবার পৌঁছতে দেরি হওয়ায় ওই মহিলা তাঁকে জুতো নিয়ে মারতে আসে। সেই সময় জুতাপেটার হাত থেকে বাঁচতে আংটির ধাক্কায় ওই মহিলার নাক কেটে যায়। এরপরই দুটি আলাদা দাবিকে ঘিরে বিতর্ক শুরু হয় নেট দুনিয়ায়।

Comments are closed.