বাড়ি ফিরলেন পিয়ালি বসাক, কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করে ইতিহাস বাংলার পিয়ালির

বাড়ি ফিরলেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। কৃত্রিম অক্সিজেনের সাহয্য ছাড়া এভারেস্ট জয় করেছেন তিনি। বাংলার মুখ উজ্জ্বল করেছেন চন্দননগরের পিয়ালি বসাক। শনিবার নিজের বাড়িতে ফিরে আসেন পিয়ালি। বর্ণাঢ্য শোভাযাত্রা করে তাঁকে সংবর্ধনা জানানো হয়।

পিয়ালিকে মালা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাড়ার মোড় থেকে ভিন্টেজ গাড়ি চেপে নিজের বাড়িতে যান পিয়ালি। গত মে মাসে চন্দননগরের পিয়ালি কৃত্রিম অক্সিজেনের সাহয্য ছাড়াই এভারেস্ট জয় করে ইতিহাস রচনা করেন। শনিবার ঘরে ফেরেন তিনি। ছোট থেকেই মাউন্ট এভারেস্ট জয় করার আশা ছিল তাঁর। অবশেষে ২০২২ সালে সেই আশা পূরণ হয় পিয়ালির।

বাড়ি ফেরার পর পিয়ালি জানান, খুবই আনন্দ হচ্ছে। আমার ইচ্ছা ছিল চন্দননগরের নাম বিশ্বের কাছে উজ্জ্বল করা। আর আমি তাই করতে পেরেছি। ভবিষ্যতে তিনি আবারও দেশের নাম উজ্জ্বল করতে চেয়েছেন। তাঁকে দেখে ভবিষ্যত প্রজন্ম এভারেস্ট জয় করতে এগিয়ে আসুক, চান পিয়ালি। ৮ হাজারের সব শৃঙ্গ কৃত্রিম অক্সিজেন ছাড়া জয় করাই লক্ষ্য তাঁর, জানিয়েছেন পিয়ালি। এর আগেও কোনোরকম অক্সিজেন সাপোর্ট ছাড়াই নেপালের ধওলাগিরি শৃঙ্গ আরহোন করেছেন পিয়ালি।

Comments are closed.