আর্থিক কারণে শৃঙ্গ জয়ের স্বীকৃতি পত্র পাননি, সেই পিয়ালীর পাশে দাঁড়ালেন মন্ত্রী ইন্দ্রনীল সেন 

কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বচ্চ শৃঙ্গ জয় করেছেন। ভারতের মধ্যে তিনিই প্রথম। চন্দননগরের মেয়ে পিয়ালী বসাক বাঙালির পাশপাশি গর্বিত করেছে দেশবাসীকে। কিন্তু আর্থিক কারণে এখনও এভারেস্ট জয়েস স্বীকৃতি পত্র পাননি। এই অবস্থায়, তাঁর পাশে এসে দাঁড়ালেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তৃণমূল বিধায়কের উদ্যোগে চন্দননগর বিধানসভা উৎসব কমিটির পক্ষ থেকে পিয়ালী বসাকের হাতে ৩ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। 

শুক্রবার চন্দননগর রবীন্দ্র ভবনে জ্যোতিরিন্দ্র সভাকক্ষে পিয়ালীকে সম্বর্ধনা দেওয়া হয় উৎসব কমিটির পক্ষ থেকে। সংবর্ধনার পাশাপাশি ওই অনুষ্ঠানে পিয়ালীর হাতে ৩ লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বরের চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীদ এবং অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিত্ব। 

এদিন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “পিয়ালী শুধু চন্দননগরের নয়, বাংলা তথা ভারতের গর্ব।” এভারেস্ট জয়ীকে আগামী অভিযানগুলোর জন্যও তিনি শুভেচ্ছা জানিয়েছেন।সেই সঙ্গে আরও বলেন, “এই সব ক্ষেত্রে রাজ্য সরকারের একটা প্যারামিটার রয়েছে। তা মেনে চললে রাজ্যের কাছ থেকে অনেক আগেই সব ধরণের সাহায্য পেতেন পিয়ালী”। রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে আগামী অভিযানগুলোর পরিকল্পনা করারও পরামর্শ দেন চন্দননগরের বিধায়ক। 

Comments are closed.