ঠাকুর দেখে বাড়ি ফেরার চিন্তা নেই; গভীর রাত পর্যন্ত ট্রেন চলবে হাওড়া-শিয়লাদহ থেকে 

আজ অষ্টমী। বৃষ্টির ভ্রূকুটি কাটিয়ে রাস্তায় জন জোয়ার নেমেছে। আকাশ মুখ ভার করে থাকলেও তা পাত্তা না দিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে পৌঁছে যাচ্ছে মানুষ। কেউ কেউ সুদূর মফঃস্বল থেকেও কলকাতায় ঠাকুর দেখতে আসছেন। কলকাতা বা তার আশেপাশের জেলার জন্য সারা রাত মেট্রো চললেও যাঁদের দূরে বাড়ি তাঁরা অনেকেই বাড়ি ফেরা নিয়ে চিন্তা করছেন। তবে এবার মাঝ রাতেও ঠাকুর দেখে নিশ্চিন্তে ফিরতে পারবেন। মফস্বলের যাত্রীদের জন্য গভীর রাত পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সপ্তমী থেকে নবমী কার্যত শেষ রাত পর্যন্ত ট্রেন চলবে। এক নজরে কয়েকটি ট্রেনের সময়সূচি দেখে নেওয়া যাক। 

শিয়ালদহ থেকে রানাঘাট যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ১২.৪০ মিনিটে। শিয়ালদহ থেকে নৈহাটির শেষ ট্রেন রাত ১১.৪৫ মিনিট, ২.৩০ মিনিটে নৈহাটি থেকে শিয়ালদহ আসারও একটি ট্রেন থাকছে। শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার দুটো ট্রেন রয়েছে যথাক্রমে রাত ১২.২৫, ২.৫৫ মিনিটে। রাত ১২.৪০ মিনিটে শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল। এছাড়াও শিয়ালদহ থেকে বারুইপুরের মধ্যে ট্রেন চলবে বিকেল ৩.২০, রাত ১২.৩০, ও ২.২০ মিনিটে

অন্যদিকে, হাওড়া থেকে ব‌্যান্ডেল লোকাল ছাড়বে রাত ১২.৪৫ মেন লাইনের জন্য ট্রেন ছাড়বে রাত ১টা  ১.৫১ মিনিটে। সেই সঙ্গে রেলের তরফে জানানো হয়েছে, ভিড় দেখে প্রয়োজন হলে আরও কয়েকটি ট্রেন যাতে চালানো যায়, তারও প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ট্রেনে ওঠার আগে নেট থেকে সার্চ করে ট্রেনের টাইমিংয়ের লেটেস্ট আপডেট পাওয়া যাবে। 

Comments are closed.