পুজোর সময় শিয়ালদহ ও হাওড়ায় গভীর রাত ও ভোরেও চলবে ট্রেন

পুজোর সময় ঠাকুর দেখার জন্য বাড়তি ট্রেন চালাবে রেল। শিয়ালদহ এবং হাওড়া থেকে চলবে এই ট্রেন। জানা গিয়েছে, শিয়ালদহ থেকে সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাতে ও গভীর রাতে বাড়তি ট্রেন চলবে। হাওড়া থেকেও চলবে বাড়তি ট্রেন।

রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে রানাঘাট যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ১২ টা ৪০ মিনিটে। অন্যদিকে রানাঘাট থেকে শিয়ালদহ আসার শেষ ট্রেন ছাড়বে ১১ তা ৪৫ মিনিটে। অন্যদিকে শিয়ালদহ থেকে নৈহাটি যাওয়ার শেষ ট্রেন ছাড়বে ২ টো ৩০ মিনিটে পাশাপাশি নৈহাটি থেকে শিয়ালদহ আসা যাবে রাত ১২ টা ২৫ মিনিটেও। শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার শেষ ট্রেন রাত ১২ টা ৪০ মিনিটে। বনগাঁ থেকে শিয়ালদহ আসার শেষ ট্রেন ১১ টা ৫৫ মিনিটে। শিয়ালদহ থেকে ডানকুনি লাইনের শেষ ট্রেন ১১ টা ৩০ মিনিটে অন্যদিকে ডানকুনি থেকে শিয়ালদহ আসার শেষ ট্রেন ১২ টা ২৫ মিনিটে।

শিয়ালদহ লাইনের পাশাপাশি হাওড়া লাইনেও চলবে বাড়টি ট্রেন। হাওড়া থেকে বর্ধমান মেইন লাইনের ট্রেন ছাড়বে ১ টা ৫১ মিনিটে। বর্ধমান থেকে হাওড়ায় আসার শেষ ট্রেন রাত ১১ টা ৩০ মিনিটে। এছাড়াও পুজোর দিনগুলিতে হাওড়া থেকে সব লাইনেই বাড়তি ট্রেন চলবে।

হাওড়ার সঙ্গে শিয়ালদহ দক্ষিণ শাখাতেও বাড়তি ট্রেন চালানো হবে। বারুইপুর থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেন পাওয়া যাবে রাত ১ টা ২৫ মিনিট ও ভোর ৩ টে ১০ মিনিটেও। শিয়ালদহ থেকে বারুইপুর যাওয়ার ট্রেন ছাড়বে রাত ২টো ২০ মিনিটে। বজবজ থেকে শিয়ালদহ আসার ট্রেন ছাড়বে রাত ১২টা ৩০ মিনিটে।

Comments are closed.