মাস্ক না পরলেই জড়িয়ে ধরছে ‘জ্যান্ত করোনা’, তেড়ে আসছে স্বয়ং ‘যমরাজ’! করোনা রুখতে অভিনব প্রচার শান্তিপুর পুরসভার 

মাস্ক না পড়লেই ‘জ্যান্ত করোনা’ এসে জড়িয়ে ধরছে। শুধু তাই নয়, স্বয়ং ‘যমরাজ’ এসেও মাথায় গোদার বাড়ি মারছে। রবিবার শান্তিপুর পুর অঞ্চলে এমনই ছবি দেখা গেল। পুরটাই মজার ছলে করা হলেও, নেপথ্যের উদ্দেশ্য পথ চলতি মানুষকে মাস্ক পরতে উৎসাহী করা। সৌজন্যে শান্তিপুর পুরসভার প্ৰশাসকমন্ডলী। 

শান্তিপুর পুরসভার প্রশাসক সুব্রত ঘোষ, সহকারি প্রশাসক শুভজিৎ দে, পৌর প্রশাসক মন্ডলীর সদস্য শাহজাহান শেখ, যতন সরকার প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে রবিবার সকালে এই প্রচার অভিযান চালানো হয়। এদিন সকালে একটি পদযাত্রার মাধ্যমে প্রচার অভিযান শুরু করেন তাঁরা। পথচলতি কেউ মাস্ক না পড়লে তাঁকে মাস্ক পড়ার অনুরোধ করেন মিছিলে অংশগ্রহনকারীরা।  

করোনা রুখতে একমাত্র হাতিয়ার মাস্ক। চিকিৎসক থেকে শুরু করে প্রশাসন প্রত্যেকেই এক বাক্যে বলছে মাস্ক ব্যবহার করতে। কয়েকদিন আগেই একটি সাংবাদিক বৈঠক থেকে রাজ্যবাসীকে মাস্ক ব্যবহার করা নিয়ে বার বার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বানার্জি।যদিও তারপরেও একাধিক জায়গায় অসেচতনতার ছবি দেখা যাচ্ছে।এই আবহে সাধারণ মানুষকে সচেতন করতে শান্তিপুর পুরসভার এই উদ্যোগ একাধিক মহলের প্রশংসা কুড়িয়েছে। 

Comments are closed.