১০৮ টি পুরসভার ভোটে রাজ্য পুলিশই থাকছে, কমিশন সূত্রে খবর 

বিরোধীরা ১০৮ টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। যদিও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ১০৮ টি পুরসভার ভোটে রাজ্য পুলিশই থাকছে। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবারই রাজ্য পুলিশের তরফে কমিশনকে জানানো হয়েছে কোন পুরসভায় কত বাহিনী মোতায়েন থাকবে। 

২৭ ফেব্রুয়ারি বকেয়া ১০৮ টি পুরসভায় ভোট রয়েছে। ইতিমধ্যেই বিরোধীদের তরফে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে মামলা করা হয়েছে। এদিকে রাজ্য এবং নির্বাচন কমিশনকে ভোটের নিরাপত্তা নিয়ে হলফনামা জমা দিতে বলেছে হাইকোর্ট। 

উল্লেখ, ইতিমধ্যেই বিধাননগর সহ বাকি তিন পুরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আদালতে মামলা করেছে রাজ্য বিজেপি। বৃহস্পতিবারই এই মামলার শুনানি ছিল। এদিন হাইকোর্টের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, ভোটের দিনের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। 

প্রসঙ্গত ১০৮ পুরসভায় বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের কড়া বার্তা দিয়েছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। অবিলম্বে তাঁরা নির্দল প্রার্থী হিসেবে প্রার্থী পদ প্রত্যাহার না করলে দল তাঁদের বহিষ্কার করবে। বৃহস্পতিবারও বেশ কয়েকজন নির্দল প্রার্থীকে বহিষ্কার করেছে ঘাসফুল শিবির। 

Comments are closed.