কেন্দ্রকে না ছাড়া প্রবীণ ত্রিপাঠী মালদহ রেঞ্জের DIG, রাজ্য পুলিশে বড় রদবদল

সোমবার রাতে পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদলের কথা ঘোষণা করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। সর্বমোট ৫৫ জন পুলিশ কর্তা যাঁদের মধ্যে ৫২ জন আইপিএস এবং ৩ রাজ্য পুলিশ সার্ভিসের অফিসারের রদবদলের নির্দেশ ঘোষণা করল নবান্ন।

ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠীকে মালদহ রেঞ্জের ডিআইজি করা হয়েছে। উল্লেখ্য গত ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার জেরে প্রবীণ ত্রিপাঠীকে স্বরাষ্ট্র মন্ত্রক তিন বছরের ডেপুটেশনে বদলির নির্দেশ দেয়, যদিও রাজ্য তাঁকে ছাড়েনি।

এছাড়াও তালিকায় রয়েছে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার দীপনারায়ণ গোস্বামী। তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ-এর ডিআইজি করা হল। বারাসাত রেঞ্জ-এর নতুন ডিআইজি হলেন প্রসূন ব্যানার্জি আগে তিনি ডিআইজি ট্রাফিক ছিলেন। সেই সঙ্গে মেদিনীপুর রেঞ্জ-এর ডিআইজি কুণাল আগারওয়ালকে কম্পালসারি ওয়েটিং পাঠানো হয়েছে।

রাজ্য পুলিশের ডিআইজি ট্রাফিক হয়েছেন অমিতাভ ব্রহ্ম। আগে তিনি রাজ্য গোয়েন্দা বিভাগের স্পেশাল সুপার ছিলেন। বাঁকুড়ায় পুলিশ সুপার শ্যাম সিংহ হচ্ছেন মেদিনীপুর রেঞ্জ-এর নয়া ডিআইজি। রাজ্য সশস্ত্র পুলিশের নবম ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার জিয় বিশ্বাস ডিআইজি পদে পদন্নতি হয়েছেন।

উল্লেখ্য সোমবার আলাপন ব্যানার্জির অবসর গ্রহণের পর রাজ্যে নতুন মুখ্যসচিব হন হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি আগে স্বরাষ্ট্র সচিব হন। এবং এদিন নয়া স্বরাষ্ট্র সচিব হন বিপি গোপালিকা।

Comments are closed.