বিজেপি ক্ষমতায় এলেই প্রতি বছর টেট, শমীক ভট্টাচার্য

বিজেপি ক্ষমতায় এলে প্রতিবছর টেট পরীক্ষা হবে। টেট দুর্নীতির সঙ্গে জড়িত আধিকারিকরা নিজেদের ভবিষ্যত সম্পর্কে সচেতন হন। সাংবাদিক বৈঠকে এমনই জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ২ সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াও শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য অভিযোগ করে বলেন, নিয়োগের ক্ষেত্রে প্রতিটি সরকারি পদক্ষেপ আইনের বেড়াজালে জড়িয়ে রয়েছে। নিয়োগ নিয়ে জটিলতা ছাত্রদের ভবিষ্যতের ক্ষতি করছে।

[আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের]

তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সরকার চলে যাওয়ার পরে নতুন সরকার আসবে। প্রতি বছর টেট হবে। এছাড়াও টেট দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা আধিকারিকদের তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুরো ব্যবস্থাকে আইনের আওতায় নিয়ে আসব আমরা ক্ষমতায় এলে। তিনি জানান, ওম প্রকাশ চৌতলার কথা। যিনি এই মামলায় জেলের ভিতরে আছেন।

এদিন শমীক ভট্টাচার্য তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রকল্প সরকারি প্রকল্পের নাম দিয়ে চালানোর অভিযোগ তোলেন। বারাসতে সবুজসাথীর সাইকেল, দেগঙ্গায় চশমা বিতরণ করার অভিযোগ তোলেন তিনি।

 

Comments are closed.