প্রাথমিকে ১৬ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের 

নিয়োগে দুর্নীতির অভিযোগ

প্রাথমিকের শিক্ষক  নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম রয়েছে তাই আপাতত প্রাথমিকে শিক্ষক নিয়োগ নয়, এমনই আদেশ হাইকোর্টের। বিচারপতিরা এদিন বলেন, কীভাবে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে, ইন্টারভিউতে কত নাম্বার পেয়েছে পরীক্ষার্থীরা এই রকম একাধিক বিষয়ে ধোঁয়াশা রয়েছে। 

[আরও পড়ুন- CBI কে অভিষেকের স্ত্রী রুজিরা, মঙ্গলবার ১১ টা থেকে ৩ টের মধ্যে বাড়িতে আসুন]

কদিন আগেই রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় প্রাইমারির শূন্য পদগুলিতে টেট পরীক্ষায় উত্তীর্ণ দের নিয়োগ করা হবে। এই মর্মে নিয়োগ পত্র পাঠানো শুরু হয়। তবে কিছু পরীক্ষার্থী নিয়োগে দুর্নীতি নিয়ে আদালতে মামলা করেন। সেই অনুযায়ী এদিন শিক্ষক নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল আদালত।          

Comments are closed.