ভোটকর্মীদের দেওয়া হবে ২৫০ টাকা শীতকালীন ভাতা

পুরভোটে ভোটকর্মীদের ২৫০ টাকা করে শীতকালীন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে এক নির্দেশিকা পাঠিয়ে একথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র কলকাতা পুরভোটের ক্ষেত্রেই।

আগামী আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌরনিগমের ১৪৪ টি আসনে ভোটগ্রহণ। মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে ভোটের নিরাপত্তা নিয়ে একটি রিপোর্ট জমা পরে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই রিপোর্টে কেন্দ্রীয় বাহিনীর কোনও উল্লেখ নেই। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট সম্ভব নয় বলে রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
এর আগে রাজ্যপাল নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে একটি চিঠি দেন। সেই চিঠির উত্তরে রাজ্য নির্বাচন কমিশন জানায়, রাজ্য প্রশাসন ও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণ পুলিশ রয়েছে। সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই।

মঙ্গলবার পুরভোট নিয়ে বৈঠকে বসেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বৈঠকে কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র অবিলম্বে কলকাতা পুলিশের প্রত্যেক আধিকারিক এবং ডেপুটি কমিশনারদের ভোটে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন।

Comments are closed.