বিশ্বকাপের মাঝেই কলকাতায় বেটিং চক্রের হদিশ, গ্রেফতার ২, বাজেয়াপ্ত টাকা, মোবাইল ফোন

ব্রিটেনে ক্রিকেট বিশ্বকাপ চলার মাঝেই বুধবার সন্ধ্যায় কলকাতায় হদিশ মিলল বেটিং চক্রের।
পুলিশের তরফে জানানো হয়েছে, কলকাতা থেকে বেটিং চক্র চালানোর অভিযোগে এদিন গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে। ধৃত ব্যক্তিদের নাম রবীন্দ্র কুমার পাটোদিয়া,  বয়স ৫৪ বছর এবং নীরজ জৈন, বয়স ৫৫ বছর।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন এই দুই ব্যক্তিকে হেয়ার স্ট্রিট থানার পুলিশ এম আর মুখার্জি রোডের একটি বহুতল থেকে গ্রেপ্তার করে। ধৃত রবীন্দ্র কুমারের বাড়ি লেকটাউনের বাঙ্গুর আ্যভেনিউয়ে এবং নীরজ  জৈনের বাড়ি নিউ আলিপুরের বুড়োশিবতলায়।  পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন এম আর মুখার্জি রোর্ডের বাড়ি থেকে এই দুজন ব্যক্তিকে ধরা হয়। পাশাপাশি, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেটিংয়ের কাজে ব্যবহার হওয়া পাঁচটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার এবং দুটি টিভি সেট।  নগদ ৮২ হাজার টাকাও উদ্ধার হয়েছে  তাদের থেকে বলে জানিয়েছে পুলিশ।  সূত্রের খবর, বিশ্বকাপের সময় কলকাতায় বেটিং চক্রের আসর চলছে এই খবর পেয়েই এদিন পুলিশ গোপনে হানা দেয়। ধৃতদের বিরুদ্ধে ১২০ বি, ৪২০ আইপিসি ধারায় মামলা করেছে পুলিশ। তাদের জেরা করে চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান  পাওয়ার চেষ্টা চলছে।

Comments are closed.