কাতারেই জীবনের শেষ বিশ্বকাপ খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! দেশকে বিশ্বকাপ এনে দেওয়াই লক্ষ্য

কাতার বিশ্বকাপই শেষ বিশ্বকাপ পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে। এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। এক টিভি চ্যানেলকে তিনি জানিয়েছেন, দেশকে যদি বিশ্বকাপ এনে দেওয়াই আমার লক্ষ্য। তবে সাফল্য পেতে গেলে দলের অন্যান্য সতীর্থ, কোচ সকলের সাহায্য দরকার বলে মনে করছেন সিআরসেভেন। তবে বিশ্বকাপে শেষ খেলা হলেও আরও দুই থেকে তিন বছর তিনি ফুটবল খেলতে চান বলেই জানিয়েছেন। ৪০ বছরে ফুটবলজীবন শেষ করার কথা জানিয়েছেন সিআরসেভেন। তিনি আরও জানান, আমি প্রায়ই ছুটি কাটাতে সেখানে যাই। কাতারের পাশাপাশি দুবাইতেও আমি ছুটি কাটাতে যাই। এটা ভেবে খুশি যে শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট এখানেই হচ্ছে।

কাতার বিশ্বকাপের পর অনেক তারকাকে হয়তো আর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না। সেই তালিকায় নাম রয়েছে, ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র, আর্জেন্টিনার লিওনেল মেসি। সেই পথে এবার হাঁটতে চলেছেন সিআরসেভেন। এবার গ্রুপ ‘এইচ’-এ রয়েছে পর্তুগাল। ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে পর্তুগাল নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে ২৮ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে। ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ইউরোপের এই দেশ।পর্তুগালের জার্সিতে ১১৭টি গোল রয়েছে সিআর ৭-এর।

Comments are closed.