পাহাড়ের সৌন্দর্য্য আকাশপথে উপভোগ করবেন পর্যটকরা! নয়া উদ্যোগ পরিবহণ দফতরের

পাহাড়কে ঢেলে সাজাতে নয়া উদ্যোগ রাজ্য পরিবহণ দফতরের। এবার পাহাড়ের সৌন্দর্য আকাশপথে উপভোগ করতে পারবেন পর্যটকরা। টয়ট্রেনের পর দার্জিলিংয়ের সৌন্দর্য্যে যোগ হতে চলেছে হেলিকপ্টার।

মঙ্গলবার রাজ্য পরিবহণ দফতর ও কলকাতার ফ্লাই ট্রেনিং ইনস্টিটিউট যৌথ উদ্যোগে একটি হেলিকপ্টার অবতরণ করে মিরিকে৷ মিরিক থেকে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং হয়ে ফের মিরিকেই ফিরে আসে৷ মিরিকে হেলিপ্যাড বানানো যাবে কিনা দেখতে ট্রায়াল করা হয় এদিন বলে জানা গিয়েছে৷ শিলিগুড়ি বিমানবন্দর থেকে এদিন হেলিকপ্টারটি যাত্রা শুরু করে৷ প্রায় ৯.৪৫ মিনিটে হেলিকপ্টারটি মিরিকে অবতরণ করে৷

উল্লেখ্য, ১৯৯১ সালে ভারতের রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামন হেলিকপ্টারে করে মিরিক সফর করেছিলেন। এরপর ফের ২১ বছর পর মিরিকে হেলিকপ্টার অবতরণ করল৷

পাইনের জঙ্গলে ঘেরা লেক মিরিকের প্রধান আকর্ষণ৷ লেকের ধারে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখানে। এবার এই সৌন্দর্য যেন হেলিকপ্টার থেকে দেখা যায়, কলকাতার ফ্লাই ট্রেনিং ইনস্টিটিউট এবং রাজ্য পরিবহণ দফতরের যৌথ উদ্যোগে সেই ব্যবস্থা করা হচ্ছে।

Comments are closed.