১৬ টি শ্রমিক সংগঠনের ডাকে দেশজুড়ে চলছে সাধারণ ধর্মঘট। ধর্মঘটে সামিল হয়েছে বাম ও কংগ্রেসের সবকটি ট্রেড ইউনিয়ান। তবে নেই আরএসএসের শ্রমিক সংগঠন।
এদিন সকাল থেকেই বাম ও কংগ্রেস নেতা কর্মীরা পথে নামেন। উত্তরের চা বাগান থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল, সকাল থেকেই পিকেটিং শুরু করেন ধর্মঘট সমর্থকরা। বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করা হয়। যাদবপুর স্টেশনে রেল অবরোধ করেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।
রাজাবাজারে কংগ্রেস ও বাম কর্মীরা অবরোধ করেন। লেনিন সরণিতে একটি দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে ফরওয়ার্ড ব্লক কর্মীদের বিরুদ্ধে। আটকানো হয় বাস। যাদবপুরে স্টেট ব্যাঙ্ক বন্ধ করার অভিযোগ। ধর্মঘটের সমর্থনে পথ অবরোধ করেন যাদবপুরের পড়ুয়ারা।
জেলার বিভিন্ন জায়গা থেকে একইভাবে ধর্মঘটের সমর্থনে পথে নেমেছে বাম ও কংগ্রেস কর্মীরা। সবমিলিয়ে সাধারণ ধর্মঘটে মিশ্র সাড়া।
Comments are closed.