দীর্ঘদিন ধরেই ট্রাফিক পুলিশের একাংশের জোরজুলুমের শিকার হয়ে আসছেন চালকরা। দু’চাকা থেকে চার চাকা, সব গাড়ির ক্ষেত্রেই চালকদের সঙ্গে দুর্ব্যবহার, অন্যায় ভাবে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে কিছু পুলিশের বিরুদ্ধে। অনেক সময় কর্তব্যরত পুলিশ কর্মীরা চালকদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্সও কেড়ে নিয়ে জমা রেখে দেন। পরে নির্দিষ্ট জরিমানার বিনিময়ে সেই লাইসেন্স ফেরত পাওয়া যায়। যার ফলে চালকদের মারাত্বক অসুবিধার মধ্যে পড়তে হয়। এই পরিস্থিতিতে একটি মামলায় কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, কোনও পরিস্থিতিতেই ড্রাইভিং লাইসেন্স জমা রাখতে পারবে না পুলিশ।
হাইকোর্ট সূত্রে খবর, সম্প্রতি এক ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স জমা নিয়ে নিয়েছিল পুলিশ। দীর্ঘদিন লাইসেন্স ফেরত না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। ওই ব্যক্তির মামলার পরিপ্রেক্ষিতেই, বিচারপতি অজয় কুমার চক্রবর্তী রায় দেন, ড্রাইভিং লাইসেন্স হল চালকের পরিচয় পত্র। এটি কোনও ভাবেই পুলিশ জমা রাখতে পারে না। চালক ট্রাফিক আইন ভাঙলে, পুলিশ জরিমানা করুক বা যে শাস্তির বিধান রয়েছে তা দিক, কিন্তু ড্রাইভিং লাইসেন্স কাড়া যাবে না। দু’চাকা, চার চাকা, ৬ চাকা ইত্যাদি সব ধরণের গাড়ির জন্যই এই নিয়ম প্রযোজ্য।
Comments are closed.