অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ে গুচ্ছের অভিযোগ! সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসতে চলেছে পরিবহন দফতর 

ক্যাব পরিষেবা নিয়ে দিনের পর দিন অভিযোগ বেড়েই চলছে। যাত্রীদের পাশাপাশি ক্যাব মালিকরাও সংস্থাগুলোর বিরুদ্ধে ভাড়া নিয়ে প্রচুর অভিযোগ করেছে। সম্প্রতি সেসব অভিযোগ লিখিত আকারে রাজ্যের পরিবহন দফতরে জমাও পড়েছে। জানা গিয়েছে, এবার ক্যাব সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসতে চলছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। কবে বৈঠক হবে তা নিয়ে দিনক্ষণ নিশ্চিত না হলেও সমাধান খুঁজতে খুব শীঘ্রই বৈঠক হবে জানা গিয়েছে।

ক্যাবগুলোর মালিকদের নিয়ে তৈরি সংগঠন ক্যাব অপারেটস গিল্ড পরিবহন দফতরের কাছে লিখিত ভাবে দাবি জানিয়েছে, ক্যাবগুলোর জন্য কিলোমিটার পিছু নূন্যতম ভাড়া ঠিক করে দিক সরকার। সরকারের থেকে পারমিট নিয়েই তারা ক্যাব চালায়, অথচ এ বিষয়ে সরকারের কোনও স্পষ্ট গাইডলাইন নেই। সংগঠনটির অভিযোগ, ওলা উবেরের মতো সংস্থাগুলো ভাড়া নিয়ে বিস্তর গন্ডগোল করে। এমন অনেক সংস্থা আছে, যারা সরকারের কোনও নিয়মই মানে না। এ সব কিছুরই সমস্যার সমাধান করতে রাজ্যের তরফে বৈঠকে বসা হবে বলে খবর।

ক্যাব মালিকদের অভিযোগ, ক্যাবসংস্থাগুলো প্রতি ভাড়া পিছু নিজেদের পরিষেবা এবং কর বাবদ ৩০% থেকে ৩৫% টাকা কেটে নেয়। এরপর বাকি যে টাকা পরে থাকে তাতে করে ক্যাব চালিয়ে লাভের মুখ প্রায় দেখাই যায় না। ক্যাব মালিকদের আরও দাবি, কোভিডের আগে শহরে প্রায় ৩০ হাজার অ্যাপ ক্যাব চলত। কিন্তু বর্তমানে তা ১০ থেকে ১২ হাজারে এসে থেমেছে। সংস্থাগুলো তাদের নীতি না বদলালে ভবিষ্যতে ক্যাব চালানোই বন্ধ হয়ে যাবে বলে মালিকদের একাংশ জানিয়েছে।

Comments are closed.