২০২৬ বিধানসভায় ২১৫ আসনের লক্ষ‍্যমাত্রা রেখে রাজনৈতিক প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল

২০২৬ বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একসুরে ঘোষণা করলেন, এবার লক্ষ্য ২১৫’র বেশি আসনে জয়।
এই বড় জয়ের লক্ষ্যে রণকৌশল তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অগ্নিকন্যা। ভোটার লিস্ট ঠিক করে দেখার জন্য মমতা নির্দেশ দিয়েছেন নেতাদের। ভুয়ো ভোটারের দিকে কড়া নজর রাখতে হবে বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকও বলে দিলেন, ‘বিরোধীদের এক ছটাক জমি ছাড়া হবে না।’

সব ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার কথা। সেই প্রেক্ষিতে এক বছর আগে ফেব্রুয়ারির শেষ লগ্নে নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়ল বাংলার শাসক দল।
গত ১০ ফেব্রুয়ারি দলের বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা বলেছিলেন, ২০২৬ সালে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে আমরাই বাংলার ক্ষমতায় ফিরব।

সেই সূত্র ধরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সর্বস্তরের কর্মীদের নিয়ে বিশেষ অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ২১৫ বিধানসভা আসন পার করব। তার থেকে বেশি হবে, কম হবে না।
অভিষেক বলেন, রাজ্যের ২৯৪টি বিধানসভার মধ্যে দুই-তৃতীয়াংশ মানে ১৯৫ বা ১৯৬ আসন হয়। ২০২১ সালে আমরা ২১৪ আসন পেয়েছিলাম। লক্ষ্যে অবিচল থেকে সেই মাপকাঠি পেরিয়ে আমরা ২১৫’র থেকে বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব।

Comments are closed.