কলকাতায় চালু হয়ে গেল উবার এসি বাস পরিষেবা; কোন রুটে, ভাড়া কত? জানুন বিস্তারিত 

কয়েকদিন আগেই জানা গিয়েছিল ক্যাব সার্ভিসের পাশাপশি কলকাতায় চালু হবে উবার বাস সার্ভিস। সেই মতোই এবার শুরু হয়ে গেল উবার এসি বাস পরিষেবা। জানা গিয়েছে, আপাতত তিনটি রুটে এই বাস-শাটলগুলোর পরিষেবা মিলবে। তিনটি রুটের মধ্যে রয়েছে সেক্টর ফাইভও। ফলে ওই রুটে দৈনন্দিন অফিসযাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন। 

যে তিনটি রুটে এই পরিষেবা শুরু হবে সেগুলো হল, রাণীকুঠি- নিউটাউন, জোকা- নিউটাউন ও ব্যারাকপুর- সেক্টর। যাওয়া আসা উভয় ক্ষেত্রেই এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। সাধারণ বাস ট্রেনের থেকে ভাড়া কিছুটা বেশি হলেও উবার ক্যাব বা গাড়ির থেকে খরচ অনেকটাই কম পড়বে। এবং যাত্রাও আরামদায়ক হবে। জানা গিয়েছে, ভাড়া মোটামুটি ১৯০ থেকে ১৯৫ টাকার মধ্যে হবে। উবার app থেকেই বাসগুলো বুক করা যাবে। 

সম্প্রতি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উবারের সঙ্গে রাজ্যের পরিবহন দফতরের চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, এবার পরিষেবা শুরু করে দিল উবার। জানা গিয়েছে, ধীরে ধীরে সারা শহরজুড়ে এই পরিষেবা চালু করবে উবার। 

Comments are closed.