নরেন্দ্র মোদী সরকারের কোনও সমালোচনা করলেই পাকিস্তানে গিয়ে থাকার পরামর্শ বিভিন্ন ব্যক্তিকে আগেও দিয়েছেন বিজেপি নেতারা। এবার বিজেপি নেত্রী উমা ভারতী সরাসরি অভিযোগ করলেন, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে মোদীর সরকারকে ফেলতে চাইছে কংগ্রেস।
সোমবার উমা ভারতী অভিযোগ করেন, রাজনৈতিক পার্থক্য থাকতে পারে। তবে সবার আগে দেশের স্বার্থ। বিজেপি নেত্রী মনে করিয়ে দেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেয় তৎকালীন কংগ্রেস সরকার, তখন ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। কিন্তু বিজেপি সরকারের সময়ে পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক হলে, কংগ্রেস নেতৃত্ব নিজেদের দেশের সেনাবাহিনীর দিকে আঙুল তোলে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কংগ্রেস নেতারা পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছেন বলে অভিযোগ করেন উমা।
এর আগে পাক প্রধানমন্ত্রী পদে ইমরানের শপথ নেওয়ার অনুষ্ঠানে কংগ্রেস নেতা এবং প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধুর যাওয়া নিয়েও বিজেপি নেতৃত্ব বিতর্ক তৈরি করেছিলেন। তখন অবশ্য কংগ্রেসের অনেকেই সিধুর পাশে দাঁড়াননি। কিন্তু পাঁচ রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের আবহে এদিন উমার এই মন্তব্য মেরুকরণের রাজনীতির একটা অঙ্গ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Comments are closed.