প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ। আর প্রথমবারেই প্রথম হওয়ার লড়াইয়ে পৌঁছে গেল ভারত। শুক্রবার সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারতের মহিলা ব্রিগেড। সামনে আর শুধু ফাইনাল। সফল হলেই ফের একবার বিশ্বসেরা হওয়ার পথে ভারত।
এদিনের ম্যাচে টসে জয়ী হয়ে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। ভারতীয় বোলারদের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। মাত্র ১০৭ রানেই ইনিংস শেষ করে কিউইরা। এদিনের ম্যাচে ইন্ডিয়ার হয়ে ইউকেট নিয়েছেন তিতাস সাধু, মান্নত কাশ্যপ, অধিনায়ক শেফালি ভর্মা, এবং অর্চনা দেবি। ভারতের হয়ে তিন ইউকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন পারসাভি চোপড়া।
ওদিকে ১০৭ রান ধাওয়া করে নেমে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। ম্যাচে শ্বেতা তেওয়ারী ৬১ রান করে নকআউট ছিলেন। প্রসঙ্গত, পরের সেমিফাইনালটি রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে। রবিবার বিকেলে রয়েছে ফাইনাল। ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে কারা থাকে এখন সেটাই দেখার।
Comments are closed.