আর জি কর মামলা থেকে সরে গেলেন বৃন্দা গ্রোভার

আরজি কর মেডিক্যাল কলেজে খুন ও ধর্ষণের মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। বুধবার সেই দায়িত্ব ছেড়ে দিলেন তিনি। আর এবার থেকে আর জি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের পক্ষে আদালতে সওয়াল করতে দেখা যাবে না বৃন্দাকে। দায়িত্ব ছাড়ার বিষয়ে আইনজীবী বৃন্দার অফিসের তরফে জানানো হয়েছে, কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাস ধরে নিয়ম-নীতি মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে।

গত সেপ্টেম্বর মাস থেকে আর জি কর মামলার সঙ্গে যুক্ত ছিলেন বৃন্দা গ্রোভার। নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কারণেই এবার তিনি সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। এই বিষয়ে বৃন্দা জানিয়েছেন, শিয়ালদহ আদালতে আর জি করের ধর্ষণ এবং খুনের মামলার বিচারপ্রক্রিয়া চলছে। বিগত কয়েকদিনে ৫১ জনের মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণও শেষ হয়ে গিয়েছে। বাকি দু-তিন দিনের মধ্যেই বাকি কয়েকজনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হবে।শুধুই সুপ্রিম কোর্টে নয়, আর জি কর মামলায় শিয়ালদহ আদালতে নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল-জবাব করতেন বৃন্দা।

Comments are closed.