WBPCB Recruitment 2020: রাজ্য পরিবেশ দফতরে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক

সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর। রাজ্য পরিবেশ দফতরের অন্তর্গত পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (WBPCB) বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে। অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট, সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদে শীঘ্রই নিয়োগ হবে।

মোট ৪৮ টি শূন্য আসনের মধ্যে কয়েকটি পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ। তা হলেই আবেদন করা যাবে WBPCB ‘র বিভিন্ন বিভাগে। এছাড়াও ডিপ্লোমা পাশ, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর এবং স্নাতক শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। ২০২০ সালে নভেম্বর মাস ধরে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৭ বছরের মধ্যে। আগ্রহী প্রার্থীদের ৩১ ডিসেম্বর ২০২০-র মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পরে পরবর্তী প্রয়োজনের জন্য তার প্রিন্ট আউট রাখতে বলা হয়েছে।

Comments are closed.