‘ছেলেকে ফেজ টুপি পরিয়ে মসজিদে যান যিনি, তার দুর্গা সাজা দেখবো না’! বয়কটের মুখে শুভশ্রী গাঙ্গুলীর মহালয়া, ছেলে ইউভান কে ফেজ টুপি পরিয়ে মসজিদে দেখা গেল শুভশ্রী কে, আর তাতেই যত বিপত্তি, ভাইরাল পোস্ট

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আর তারপরেই শুরু হবে পুজোর তোরজোর। বিশেষত বাংলায় তো মহালয়ার দিন থেকেই পুজোরামে যে ময় ময় হয়ে থাকে আকাশ বাতাস। আর এই মহালয়ার দিনেই বিভিন্ন প্রাইভেট চ্যানেলগুলি তাদের বিশেষ্য সম্প্রচারিত করে। জি বাংলার স্পেশাল শো মহিষাসুরমর্দিনীতে দেবী দুর্গার চরিত্র দেখতে পাওয়া যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী কে। এ কথা আমরা সকলেই জানি। কিন্তু হঠাৎই সোশ্যাল মিডিয়াতে উঠলো বয়কটের রব। কিন্তু কেন? বলিউডি ট্রেন্ড এবার টলি পড়া তো কেন দেখা যাচ্ছে?

আমরা সকলেই জানি সফল হতে গেলে সাহসী তো হতেই হবে। আর আমাদের দুর্গ তো কম সাহসী নন। নিজের ক্যারিয়ারের বিষয় হোক বা ব্যক্তিগত জীবন। সবেতে এই সাহসের পরিচয় দিয়েছিলেন শুভশ্রী। তাঁর ক্যারিয়ার যখন উন্নতির মধ্য গগনে তখন তিনি বিয়ে করে মা হওয়ার সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। এমন সাহস আর কজন অভিনেত্রী দেখাতে পারেন। কিন্তু এবার বিষয়টা ঘুরে দাঁড়ালে অন্যদিকে।

কিছুদিন আগে এই সোশ্যাল মিডিয়া একটি ছবি ভাইরাল হয়। আসলে ইউভান হওয়ার পর স্বামীর সাথে ছেলেকে নিয়ে মসজিদে গিয়েছিলেন আল্লাহর আশীর্বাদ নিতে। সেখানে মাথায় ওড়না দিয়ে ছেলেকে পেজ টুপি পরিয়ে কোলে নিয়ে বসেছিলেন অভিনেত্রী। আর সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই যত বিপত্তি। হিন্দু হয়েও মসজিদে যাওয়া ছেলেকে পেজ টুপি পড়ানো এসব নিয়েত মূল সমালোচনা হয়। হিন্দু হয়েও কি করে নিজের ধর্ম বিরোধী কাজ করছেন এই প্রশ্ন উঠছে বারবার।

এবার মহিষাসুরমর্দিনীর এই শো বয়কটের ডাক দিচ্ছে নেটিজেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন, “জি বাংলা থেকে সম্প্রচারিত শুভশ্রী চক্রবর্তী অভিনীত মহালয়া #বয়কট #Boycott করার দায়িত্ব আপনাদের। দেবী দুর্গা রূপে আমরা এমন কাউকে দেখতে চাই না যারা প্রতি পদে সনাতন ধর্মকে পরিহাস করে ইসলামকে অন্তরে ধারণ করে”। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় একাংশের মানুষ বিশ্বাস করছেন যে সাম্প্রদায়িক বিশ্বাসে আঘাত হানছেন অভিনেত্রী।

দিবাকর দেবনাথ একটি হিন্দু নামক পেজ থেকে এই মন্তব্য প্রথম শেয়ার করা হয়েছিল। সেখানেই প্রথম অভিনেত্রীকে বয়কট করার ডাক ওঠে। যদিও এই ব্যক্তির মানসিকতাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ নিন্দার ঝড়ও ওঠে। এবার শুধু এটাই দেখার যে মহালয়ার ভোরে ঠিক কি প্রভাব পড়তে চলেছে এই বিশেষ অনুষ্ঠানে?

Comments are closed.