টানা দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তাপমাত্রার পতনও থেমে থেকেছিল। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবারও সারাদিন মেঘলা আকাশ থাকবে। তবে রাতের পর থেকে আবহাওয়ার ভোলবদল ঘটতে পারে। তাপমাত্রা কিছুটা নামতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘ কেটে গেলে আজ রাত থেকেই উত্তর পশ্চিম হাওয়া ঢুকতে শুরু করবে দক্ষিণবঙ্গে। যার জেরে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। সপ্তাহের শেষ থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাওয়ার সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলোতে তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে হাওয়া অফিস জানিয়েছে।
এদিকে শুক্রবারও সারাদিন মেঘলা আকাশের পাশাপাশি উপকূলের জেলাগুলোতে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। তবে তার পরিমান খুবই সামান্য। সব মিলিয়ে ধীরে ধীরে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কমতে শুরু করেছে।
Comments are closed.