রাত পোহালেই দেবী পক্ষের সূচনা। আকাশে বাতাসে আগমনীর সুর। পুজোর ঢাকে কাঠি পড়া সময়ের অপেক্ষা মাত্র। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে পুজোর চার দিন নিয়ে কিছুটা আশঙ্কায় বাঙালি।
তবে পুজোর ক’টা দিন নিয়েও খুশির খবর দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে পুজোর ক’টা দিন মূলত আকাশ পরিষ্কারই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই তেমন। দু’এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তাতে করে পুজোর আনন্দ মাটি হাওয়ার সম্ভাবনা কম। যদিও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে।
পাশাপাশি দক্ষিণবঙ্গে গরম কিছুটা থাকলেও আদ্রতা জনিত অস্বস্তি থাকছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায়, অদ্রতাজনিত অস্বস্তি থেকে অনেকটাই রেহাই মিলবে।
Comments are closed.