স্মার্ট ফোনের যুগে সবথেকে জরুরী app বোধহয় Whatsapp। প্রতিনিয়তই নতুন নতুন ফিচারে সেজে উঠছে Whatsapp। এবার তেমনই আরেক আকর্ষণীয় ফিচার আনল মেটা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এবার থেকে একবার পাঠানো ম্যাসেজও পুনরায় এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
WhatsApp-এ অনেক সময় কোনও ম্যাসেজ পাঠাতে গিয়ে তাতে কিছু ভুল করে ফেলি আমরা। যার জেরে অনেক সময় গুরুত্বপূর্ণ ম্যাসেজ পাঠিয়ে দিয়ে তা ডিলিট করে দিতে হয়। ম্যাসেজ পাঠানোর পর যাতে এডিট করা যায়, দীর্ঘ দিন ধরেই এরকম ফিচার আনা যায় কিনা তা নিয়ে পরিকল্পনা করছিল মেটা। জানা গিয়েছে, বহু প্রতীক্ষিত সেই ফিচার চলে এসেছে। এবার থেকে কোনও ম্যাসেজ একবার পাঠানোর পর তা পুনরায় এডিট করতে পারবেন বার্তা প্রেরক। যদিও এডিট করার পর ম্যাসেজটিতে এডিটেড কথাটা মেনশন করা থাকবে।
জানানো হয়েছে, পাঠানো কোনও ম্যাসেজ এডিট করতে হলে আগে সেই ম্যাসেজটিতে লং প্রেস করতে হবে। এরপর সেখানে কয়েকটি অপশন চলে আসবে। তার মধ্যে এডিট অপশনটি ক্লিক করেই ম্যাসেজটি এডিট করা যাবে। যদিও এই সুবিধাটি দীর্ঘক্ষণের জন্য মিলবে না। কোনও ম্যাসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যেই এডিট করতে হবে। তারপরে আর সুবিধা পাওয়া যাবে না। তবে সব ফোনে এই সুবিধা এখনই পাওয়া যাচ্ছে না। খুব শীঘ্রই তা পাওয়া যাবে। আপনার ফোনের Whatsapp আপডেট করে নিলেই আকর্ষণীয় এই ফিচারের সুবিধা পাবেন।
Comments are closed.