আরও আকর্ষণীয় হচ্ছে Whatsapp। ব্যবহারকারীদের জন্য ফের একটি নতুন ফিচার আনতে চলছে জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপ। সংস্থার তরফে জানানো হয়েছে, এর জেরে বিশেষ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। বিশেষ করে Whatsapp স্ট্যাটাস সেকশনের জন্য Rich Link Preview ফিচারটি আনতে চলেছে Whatsapp.
কী এই Rich Link Preview ফিচার?
সংস্থার তরফে জানানো হয়েছে, Rich Link preview ফিচারের মাধ্যমে শেয়ার করা লিঙ্কের মধ্যে থেকে একটি ছবি লিঙ্কের সঙ্গেই দেখানো হবে। অর্থাৎ লিঙ্কটা না খুলেই ওই নির্দিষ্ট ছবিটির মাধ্যমে ব্যবহারকারীরা লিঙ্কটি কীসের তা জানতে পারবেন।
আমরা প্রায়শই কোনও খবর বা কোনও পোস্টের লিঙ্ক Whatsapp স্ট্যাটাসে শেয়ার করে থাকি। স্ট্যাটাসে দেওয়া ওই লিঙ্কে ক্লিক করলে তবেই আমরা বিস্তারিত জানতে পারি। কিন্তু এই ফিচারের মাধ্যমে লিঙ্কে ক্লিক না করেও বিষয় সম্পর্কে একটা আন্দাজ পাবেন ব্যবহারকারীরা। এর ফলে নিরাপত্তার পাশপাশি অনেক সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
সংস্থার তরফে জানা গিয়েছে, ইতি মধ্যেই আইফোন ব্যবহারকারীরা Whatsapp-এর এই সুবিধা পাচ্ছেন। অল্প দিনের মধ্যেই এন্ড্রয়েন ব্যবহারকারীরাও তাঁদের ফোনে এই সুবিধা পাবেন।
Comments are closed.