গোপনীয়তা রক্ষা করতে এতদিন হোয়াটস্যাপ লক করে রাখার ব্যবস্থা ছিল। ব্যবহারকারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে এবার আরও একধাপ এগুলো মেটা। জানা গিয়েছে, এবার থেকে বাছাই করা চ্যাটকেও লক করে রাখতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ হোয়াটস্যাপ খোলা গেলেও লক না খোলা পর্যন্ত ওই চ্যাট খোলা যাবে না।
মেটার তরফে জানানো হয়েছে, ব্যবহারকারীরা কোনও চ্যাট পাসকোড কিংবা ফ্রিঙ্গার প্রিন্ট দিয়ে লক করে রাখতে পারবেন। এবং শুধু একটা চ্যাট নয় বেছে বেছে একসাথে অনেকগুলো চ্যাটই লক করে রাখার সুবিধা মিলবে। জানা গিয়েছে এন্ড্রোয়েড ভার্সনের জন্য আপাতত এই নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে মেটার ট্যাকনিক্যাল টিম। খুব শীঘ্রই গ্রাহকরা এই সুবিধা পাবেন বলে খবর।
মেটার তরফে জানানো হয়েছে, নতুন এই ফিচার চালু হলে গোপনীয়তা রক্ষার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্যও আরও সুরক্ষিতভাবে রাখা যাবে বলে দাবি হোয়াটস্যাপ কর্তৃপক্ষের। নতুন এই ফিচারের আরও একটি আকর্ষণীয় দিক হল, গ্রাহকরা যে যে চ্যাটগুলো বিশেষভাবে লক করে রাখার জন্য নির্বাচন করবেন, ওই চ্যাটগুলোতে পাঠানো মিডিয়া ফাইল শুধুমাত্র চ্যাটই থাকবে। গ্যালারি’তে থাকবে না। সব মিলিয়ে হোয়াটস্যাপের নতুন এই ফিচার যে আরও আকর্ষণীয় হবে, তা এক কথায় বলাই যায়।
Comments are closed.