হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেও গ্রুপের বাকি সদস্যরা জানতে পারবেন না। এবার এমনই এক চমকপ্রদ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এই ফিচার নিয়ে কাজ শুরু করেছে ম্যাসেজিং অ্যাপ সংস্থাটি। খুবই শীঘ্রই এই ফিচার পেতে চলেছেন ব্যবহারকারীরা।
ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে প্রায়শই অ্যাপের তরফে নানান ফিচার আনা হয়। এবার সেই তালিকায় যোগ হল এই নতুন ফিচার। নতুন ফিচার শুরু হলে নির্দ্বিধায় গ্রুপ ছাড়তে পারবেন ব্যবহারকারী।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, নতুন ফিচারটি আপাতত বিটা মোডে রয়েছে। পরীক্ষা নিরীক্ষা করছেন ইঞ্জিনিয়াররা। জানা গিয়েছে, এটি প্রথমে ডেস্কটপ সংস্করণের জন্য চালু করা হবে। এরপর পরীক্ষানিরীক্ষা সফল হলে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য চালু হবে নতুন ফিচারটি।
অনেক সময় আমাদের একাধিক Whatsapp গ্রুপে যুক্ত করে দেওয়া হয়। তাদের মধ্যে অনেকগুলি অপ্রয়োজনীয়। এই অবস্থায় অনেক ক্ষেত্রে গ্রুপের বাকি সদস্যদের কথা চিন্তা করে গ্রুপ ছেড়ে বেরিয়েও আসা যায়নি। কিন্তু এই নতুন ফিচার এক্টিভ হলে ব্যবহারকারীরা নির্দ্বিধায় তা করতে পারবেন। এক্ষেত্রে গ্রুপ ছাড়লে শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনই তা জানতে পারবেন।
Comments are closed.