শীতের কার্যত বিদায়, আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

শীতের বিদায়ে পর এবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ফেব্রুয়ারিতে একাধিক বিয়ের তারিখ রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৯ ফেব্রুয়ারি বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টিপাত। তা চলবে ২০ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের জোড়া ফলার জেরে এই অকাল বৃষ্টি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। ভোরে হালকা শীতবস্ত্র কিছু গায়ে দিতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু এই শীতের আমেজ পাকাপাকি ভাবে গায়েব হতে শুরু করবে সোমবার থেকে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তর এবং দক্ষিণবঙ্গে।

Comments are closed.