শীতের আমেজ কলকাতা সহ গোটা রাজ্যেই, শহরের তাপমাত্র নাম ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে

শীতের আমেজ কলকাতা সহ গোটা রাজ্যেই। নভেম্বর মাসে দিন যত গড়াচ্ছে তত কমছে তাপমাত্রা। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। এই প্রবণতা বজায় আছে রাজ্যজুড়েই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম। অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তা নেমেছে ১২-১৩ ডিগ্রিতে। আপাতত আগামী কয়েকদিন এরকমই চলবে। শহরে নভেম্বর মাসে এর চেয়েও বেশি শীত পড়ার নজির আছে। গত ১০-১২ বছরে নভেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা একাধিকবার ১৪ ডিগ্রিতে নেমেছে কলকাতায়। আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, নভেম্বরের শেষদিকে সাধারণত শীতের মাত্রা কিছুটা বাড়ে। তবে শহরে স্বাভাবিক ছন্দে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি  পর্যন্তই কলকাতায় শীতের পিক টাইম।

উত্তুরে হাওয়া জোরদার হলে রাজ্যে শীতের মাত্রা বাড়ে। হিমালয় সংলগ্ন এলাকায় তুষারপাতের পর কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া উত্তর ভারত হয়ে রাজ্যে প্রবেশ করে। তখনই জাঁকিয়ে পড়ে শীত। এখনও সেরকম কনকনে উত্তুরে হাওয়া ঢোকেনি। এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি সুষ্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। সোমবার এটি মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরের উপর আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা রবিবার পর্যন্ত পরিষ্কার নয়।

Comments are closed.