শশী, চন্দ্রিমা, শিউলি, জ্যোৎস্না থেকে রত্না দে নাগ, মমতার মন্ত্রিসভায় নারীশক্তির জয়গান
মমতা ব্যানার্জি সহ ক্যাবিনেটে মহিলা মন্ত্রীর সংখ্যা দাঁড়াল ৯
ভোট প্রচারের ময়দান থেকে ভোট জয়। একুশের ভোটে তৃণমূলের জয়ের অন্যতম বিষয় ‘নারী-শক্তি’। এবার মন্ত্রিসভাতেও নারী শক্তির জয়গান।
মমতার ক্যাবিনেটে আট জন মহিলা স্থান পেয়েছেন। এর জেরে মমতা ব্যানার্জি সহ ক্যাবিনেটে মহিলা মন্ত্রীর সংখ্যা দাঁড়াল ৯।
ক্যাবিনেটে পুরনো সদস্য শশী পাঁজা। এবারও তিনি নারী, শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী হয়েছেন।
এবার মন্ত্রী হয়েছেন হুগলির রত্না দে নাগ। শপথ গ্রহণের আগে কেঁদে ফেলেন তিনি। তাঁকে পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে।
পুনরায় কাজের সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁকে পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন দফতরের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে।
এবার মহিলাদের মধ্যে নতুন মুখ শিউলি সাহা। তাঁকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী করেছেন মমতা ব্যানার্জি। সুব্রত মুখার্জির ডেপুটি হিসেবে কাজ করবেন শিউলি।
মন্ত্রিসভায় আছেন জঙ্গলমহলের বীরবাহা হাঁসদা। তাঁকে বন দফতরের প্রতিমন্ত্রী করেছেন মমতা ব্যানার্জি।
এবার মালদা জেলায় উল্লেখযোগ্য ফল করেছে তৃণমূল। সেখানে মালদার উন্নয়নে কাজ করব বলে প্রতিশ্রুতি দিলেন নতুন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁকে সেচ, জলপথ পরিবহণ ও উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী করা হয়েছে।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সন্ধ্যারাণী টুডুও। তাঁকে পশ্চিমাঞ্চল উন্নয়ন এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে।
জোৎস্না মান্ডিকে খাদ্য ও গণবণ্টন দফতরের প্রতিমন্ত্রী করেছেন মমতা ব্যানার্জি।
সব মিলিয়ে বাংলার একুশের মন্ত্রিসভায় নারী শক্তির জয়গান। মোট ৪৪ জন মন্ত্রীর মধ্যে ৯ মহিলা সদস্য অর্থাৎ ২০ শতাংশ।
Comments are closed.