বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় আরও পিছিয়ে গেল ভারত। প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, নেপালের থেকেও নীচে জায়গা পেল ভারত। ২০২১ সালে ভারতের জায়গা ছিল ১০১ স্থানে। ২০২২ আরও ৬ ধাপ পিছিয়ে ১২১টি দেশের মধ্যে ভারত রয়েছে ১০৭-এ। ক্ষুধা সূচকের নিরিখে দেশের পরিস্থিতি ‘গুরুতর’ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ভারত থেকে বেশ কিছুটা এগিয়ে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো দেশগুলো। ১২১ টি দেশের মধ্যে শ্রীলঙ্কা রয়েছে ৬৪তম স্থানে, ৮১তম স্থানে নেপাল, ৮৪তম স্থানে বাংলাদেশ এবং ৯৯তম স্থানে পাকিস্তান। যেখানে ভারতের স্থান ১০৭তম স্থানে।
আয়ারল্যান্ডের একটি স্বেচ্ছাসেবি সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইল্ড’ এবং জার্মানির ‘ওয়েলট হাঙ্গার হিলফ’ নামে দুটি সংস্থা বিশ্বজুড়ে একটি সমীক্ষা চালায়। যার ওপরে ভিত্তি করে বিশ্ব ক্ষুধা সূচক রিপোর্ট তৈরি হয়। কোনও দেশের শিশু স্বাস্থ্য, অপুষ্টি, অর্থনৈতিক অবস্থা, সম্পদের বন্টন ইত্যাদি বিষয়ে বিচার করে এই রিপোর্ট প্রস্তুত করা হয়।
রিপোর্টে বলা হয়েছে, ক্ষুধা সূচকে ভারতের স্কোর ২৯.১। তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী যা অত্যন্ত ‘উদ্বেগজনক’ বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
Comments are closed.