এবার কি তবে দুই মার্কিন ধন কুবরের ‘লড়াই’ দেখবে ডিজিট্যাল দুনিয়া? খবর তেমনটাই। কারণ এলন মাস্কের ট্যুইটারকে টেক্কা দিতে বাজারে নতুন App আনছে মার্ক জুকার্বার্গের সংস্থা মেটা। নতুন এই মাইক্রো ব্লগিং সাইটের নাম দেওয়া হয়েছে, ‘থ্রেডস’।
কয়েকটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই নতুন App লঞ্চ নিয়ে তোড়জোড় শুরু করেছে জুকারবার্গের সংস্থা। ট্যুইটারের মতোই এটিও একটি মাইক্রো ব্লগিং সাইট হতে চলেছে। অনেকের মতে, ডিজিটাল দুনিয়ার কার্যত সিংহভাগ জুকার্বার্গের সংস্থার দখলে। সেদিক থেকে মেটা যদি নতুন App আনে তা জনপ্রিয় হওয়া সময়ের অপেক্ষা মাত্র।
ট্যুইটারের টালমাটাল অবস্থা এখনও কাটেনি। এর মধ্যেই নতুন নতুন ‘নিয়ম নীতি’ আনছেন এলন মাস্ক। যার জেরে মাঝে মধ্যেই বিতর্কের মুখে পড়তে হচ্ছে ট্যুইটারকে। ব্যবহারকারীরাও কখনও কখনও বিরক্ত হয়ে যাচ্ছেন। আর এই আবহে মেটা যদি বিকল্প কিছু শুরু করে তাহলে নিঃসন্দেহে তা ট্যুইটারের চিন্তার কারণ হবে বৈকি।
Comments are closed.