পুজোর আগেই সুখবর! আজই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান

আজই শুরু হল রুবির কাছে মেট্রোর ট্রায়াল রান। সব ঠিক থাকলে নভেম্বর মাস থেকেই কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত রুটে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। এদিন ট্রায়াল রানে একটি নন এসি মেট্রো চালানো হয় নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত। নোয়াপাড়া কারশেড থেকে এই নন এসি মেট্রো আনা হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনে।

গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট ৫ টি স্টেশন থাকবে। রুবি মোড়ের কাছে মেট্রো স্টেশনের নাম হেমন্ত মুখার্জি। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৬ কিলোমিটার পথে দুটি স্টেশন পড়বে। একটি সত্যজিৎ রায় অপরটি জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন।

জানা গিয়েছে অভিষিক্তার কাছে একটি জট তৈরি হয়েছিল। সেই জট কেটে যাওয়ায় গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হবে। কয়েকদিন আগেও জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬ কিলোমিটার মেট্রোর ট্রায়াল রান শুরু হয়েছে। তখনই জানা গিয়েছিল খুব শীঘ্র চালু হবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান। দক্ষিণ শহরতলির ও গড়িয়া লাগোয়া এলাকার মানুষজন রুবির দিকে আসতে চাইলে বা পূর্ব রেলের শিয়ালদহ সাউথ সেকশনের ক্যানিং, ডায়মন্ডহারবার, লক্ষীকান্তপুর ও নামখানার মানুষেরা ট্রেনে করে নিউ গড়িয়া এসে সেখান থেকে এই মেট্রো ধরে খুব সহজেই রুবি মোড়ে চলে আসতে পারবেন।

Comments are closed.