রাজ্যে ভোটার তালিকায় গোলমাল ঠিক করতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠকে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটি।
সম্প্রতি নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, বাংলার ভোটার তালিকায় গুজরাট, হরিয়ানার ভোটারদের নাম তোলা হয়েছে। তথ্য–প্রমাণ দিয়ে তিনি দেখান, কী ভাবে এ রাজ্যের ভোটারদের এপিক নম্বর ব্যবহার করে ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, আগামী ১৫ তারিখ রাজ্যের নেতাদের এই বিষয়ে বার্তা দেবেন অভিষেক ব্যানার্জি। ভিডিও কনফারেন্সে মিটিং করবেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার খুঁজে বের করতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন দলীয় কর্মীরা।
Comments are closed.