১১ অগস্ট রাখী পূর্ণিমা উপলক্ষে ছুটি ঘোষণা করল নবান্ন। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ১১ অগস্ট রাখী বন্ধন উপলক্ষ্যে রাজ্যের স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত ও সব সরকারি অফিস বন্ধ থাকবে। গত বছরেও রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে ছুটি দেয়নি রাজ্য সরকার। কিন্তু এই বছর ছুটি ঘোষণা করল নবান্ন।
এরফলে আগামী সপ্তাহে রাজ্য সরকারি কর্মচারীরা টানা ৫ দিন ছুটি পেতে পারেন। ১১ অগাস্ট বৃহস্পতিবার রাখিবন্ধন উপলক্ষ্যে ছুটি। ১৩ তারিখ শনিবার। ১৪ অগাস্ট রবিবার এমনিতেই ছুটি৷ এইক্ষেত্রে মাঝে আছে ১২ অগাস্ট। ওইদিন ছুটি নিলেই টানা ৫ দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা৷
শুক্রবার রাখি উপলক্ষ্যে ছুটি ঘোষণা হওয়ার পরেই বাঙালী ‘দীপুদা’য় ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। যদিও দীঘা, পুরী বা দার্জিলিং কোনও জায়গার হোটেল ফাঁকা নেই। ট্রেনেও টিকিট বুকিং করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু সরকারি কর্মচারীদের বক্তব্য, রাখিতে ছুটি ঘোষণা হয়েছে সদ্য। কিন্তু এই বছর ১৫ অগাস্ট সোমবার হওয়াতে টানা ৩ দিনের একটা ছুটি পাওয়া গিয়েছে। তাই এই সময় কাছে পিঠে কোথাও ঘুরতে গেলে মন্দ নয়।
অন্যদিকে বাংলার মতন রাখি নিয়ে মেতেছে অন্য রাজ্যগুলিও। উত্তরপ্রদেশ সরকার রাখি উপলক্ষ্যে মহিলাদের জন্য বাস ভাড়া না নেওয়ার কথা জানিয়েছে। ৪৮ ঘন্টা বিনামূল্যে সব সরকারি বাসে চড়তে পারবেন মহিলারা বলেই জানা গিয়েছে।
Comments are closed.