শ্বাসনালীতে আটকে গিয়েছিল মাংসের হাড়। বহু হাসপাতালে ঘুরেও কোনও সুরাহা হয়নি। অবশেষে সেই হাড় বের করল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অপারেশন করে সেই হাড় বের করলেন কয়েকজন চিকিৎসক। বুধবার চামুরচির বাসিন্দা ওই শিশুর মাংস খাওয়ার সময় গলার মধ্যে একটি হাড় আটকে যায়। এরপর বারবার দমবন্ধ হয়ে যাচ্ছিল ওই শিশুর।
তাকে নিয়ে যাওয়া হয় চামুরচির সরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়ে দেন হাড় আটকে রয়েছে শ্বাসনালীতে। তাঁদের পক্ষে হাড় বের করা সম্ভব নয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বীরপাড়ায়। এরপর মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয় তাকে। বুধবার দিনভর ওই শিশুকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘোরার পর বৃহস্পতিবার নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে কয়েকঘন্টা অপারেশনের পর হার বের করেন চিকিৎসকরা। শিশুর শ্বাসনালী থেকে বের করা হয় হাড়টি। শ্বাসনালী থেকে হাড় বের করে দেওয়ার পর ওই শিশু এখন পুরোপুরি সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে খুব শীঘ্র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার স্পেশ্যালিটি পরিষেবা পাবেন সাধারণ মানুষ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য সুপার স্পেশালিটি ব্লকের উদ্বোধন করেছেন। খুব শীঘ্র পরিষেবা চালু করতে উদ্যোগী স্বাস্থ্য দফতর। মঙ্গলবারই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিকারিককে নিয়ে এই বিষয়ে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শনিবার একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি।
Comments are closed.