শ্রমজীবী ক্যান্টিনের বর্ষপূর্তিতে নয়া চ্যালেঞ্জ সিপিএমের, দেখুন ফটো গ্যালারি
শ্রমজীবী ক্যান্টিনকে দীর্ঘজীবী করার অঙ্গীকার করলেন বাম কর্মী-সমর্থকেরা
শনিবার এক বছর পূর্ণ হল শ্রমজীবী ক্যান্টিনের। সিপিএমের উদ্যোগে করোনাকালে লকডাউন পরিস্থিতিতে পথ চলা শুরু এই ক্যান্টিনের। লকডাউন শেষ হলেও ক্যান্টিন বন্ধ করেননি উদ্যোক্তারা। তাই বর্ষপূর্তির দিনে শ্রমজীবী ক্যান্টিনকে দীর্ঘজীবী করার অঙ্গীকার করলেন বাম কর্মী-সমর্থকেরা। তাদের দাবি, আগামী দিনে যতই রাজনৈতিক বা প্রশাসনিক চাপ আসুক না কেন শ্রমজীবী ক্যান্টিন চলবে।
লকডাউন কেড়ে নিয়েছিল খেটে খাওয়া মানুষের উপার্জন। এমন পরিস্থিতিতে গত বছর আজকের দিনেই যাদবপুরে গরিবের মুখে অন্ন তুলে দিতে শ্রমজীবী ক্যান্টিনের পথ চলা শুরু। বর্তমানে এই ক্যান্টিন সিপিএমের ছাত্র-যুবরা চালাচ্ছেন।
শনিবার শ্রমজীবী ক্যান্টিনের বর্ষপূর্তিতে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, বিমান বসু, কসবার সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ, টালিগঞ্জের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ, বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, রাহুল ব্যানার্জি, চন্দন সেনরা। বর্ষপূর্তি উপলক্ষে এদিন ৬৫০ জনের খাওয়ার ব্যবস্থা করেছিলেন শ্রমজীবী ক্যান্টিনের উদ্যোক্তারা।
Comments are closed.