পরপর তিনবার। ১০০ দিনের কাজে দেশের মধ্যে ফের সেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ। এর আগের দুই অর্থবর্ষেও এই সম্মান পেয়েছে রাজ্য। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে সম্প্রতি রাজ্যকে এই সুখবর জানানো হয়েছে। জানা গেছে, ২০১৭-১৮ অর্থবর্ষে রাজ্যের লক্ষ্যমাত্রা ছিল ২৩ কোটি শ্রম দিবস তৈরি করার। তা ছাপিয়ে গত অর্থবর্ষে রাজ্য ১০০ দিনের কাজে মোট ৩১ কোটি ৫০ লক্ষ শ্রম দিবস তৈরি করেছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয়ের মাধ্যমে শ্রম দিবস তৈরি ও গ্রামীণ মানুষের জীবিকার মানোন্নয়নের ক্ষেত্রে রাজ্য গোটা দেশের মধ্যে পথিকৃৎ। ১০০ দিনের কাজে রাজ্যের এই সাফল্যের জন্য আগামী ১১ সেপ্টেম্বর কেন্দ্রের তরফে রাজ্যের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে। বিজ্ঞান ভবনের সেই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের প্রতিনিধিরা। শনিবার মুখ্যমন্ত্রী নিজেই এখবর জানিয়েছেন ফেসবুকে। আরও জানা গেছে, ১০০ দিনের কাজে এবার দেশের মধ্যে সেরা হয়েছে রাজ্যের দুই জেলা পূর্ব বর্ধমান ও কোচবিহার। কেন্দ্রের তরফে তাই এই দুই জেলা প্রশাসনকেও বিশেষ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি, এবছর দেশের মধ্যে সেরা গ্রাম পঞ্চায়েতের পুরস্কার পাচ্ছে, শিলিগুড়ির কাছে নকশালবাড়ির আপার বাগডোগড়া গ্রাম পঞ্চায়েত।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ১০০ দিনের কাজে সেরা হওয়ার পাশাপাশি জল সংরক্ষণেও দেশের দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজ্য। কেন্দ্রের এই পুরস্কারকেই প্রচারের হাতিয়ার করতে চাইছে রাজ্য। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে যে গ্রামোন্নয়ন হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, কেন্দ্রের এই পুরস্কারই তার প্রমাণ বলে মত এরাজ্যের আধিকারিকদের।
Comments