পুজোয় দুদিন বন্ধ থাকবে সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা। সপ্তমী ও অষ্টমীর দিন বন্ধ থাকবে হাসপাতালে আউটডোর পরিষেবা। নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। কিন্তু খোলা থাকবে ইনডোর পরিষেবা এবং জরুরি বিভাগ। জানানো হয়েছে, চিকিৎসক, নার্সদের পাওয়া যাবে হাসপাতালের ইনডোর পরিষেবায়।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরই পুজোর সময় অষ্টমীর দিন সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকে। কিন্তু এই বছর সপ্তমী রবিবার পড়েছে। তাই ওইদিন সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা এমনিতেই বন্ধ থাকবে। আর দুর্গাপুজোর অষ্টমীর দিন ফি বছর আউটডোর বন্ধই থাকে। এরফলে পরপর দুদিন বন্ধ থাকবে সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা। এই সময় রাজ্যে ডেঙ্গির আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়েছে। তাই পুজোয় চিকিৎসক, নার্সদের ছুটি বাতিল করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্যের সমস্ত সরকারি চিকিৎসক এবং আধিকারিকরা আগাম অনুমতি ছাড়া পুজোতে স্টেশন লিভ বা কর্মস্থল ছেড়ে যেতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। অন্য দিকে সমস্ত পরিষেবা ঠিক মত কার্যকর রয়েছে কি না তার জন্যে স্বাস্থ্য দফতর ৩০ তারিখ থেকে শুরু করবে বিশেষ মেডিক্যাল হেল্প লাইন।
অন্যদিকে শহরের বেসরকারি হাসপাতাল গুলোর মধ্যে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল, মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতাল, রুবি হাসপাতাল, ডিসান হাসপাতালের জানিয়েছে, পুজোর সময় ২৪ ঘণ্টা ভর্তির ব্যবস্থা চালু থাকছে।
Comments are closed.