উৎকর্ষ বাংলা উৎকর্ষতার মান বজায় রাখছে, ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হচ্ছে আজই, জানালেন মুখ্যমন্ত্রী

আমার এখন একমাত্র টার্গেট কর্ম সংস্থান। উৎকর্ষ বাংলা তার উৎকর্ষতার মান বজায় রাখছে। ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হচ্ছে আজই। উৎকর্ষ বাংলার লোগো দেওয়া নিয়োগপত্র দেওয়া হচ্ছে। নেতাজী ইন্ডোর থেকে ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে শুরু হওয়া উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে কারিগরী শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরির নিয়োগপত্র দেওয়া হয়।

পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল এবং স্কিল ট্রেনিং এর প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন,  ১৫ তারিখ খড়গপুরে আরও ৭ হাজার নিয়োগপত্র দেওয়া হবে। একইসঙ্গে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়িতেও এই রকম অনুষ্ঠান করা হবে। সব মিলিয়ে ৩০ হাজারের বেশি ছেলেমেয়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে। জানালেন মমতা ব্যানার্জি।

কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা ব্যানার্জি বলেন, রেল, সেল, কোল সব বিক্রি করে দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন সব বিক্রি হয়ে গেলে আমদের ছেলেমেয়েরা কী করবে? ক্ষোভের সুরে মুখ্যমন্ত্রী বলেন, শুধু এজেন্সি রাজ চলছে। উন্নয়ন বলে কিছু নেই। গোটা দেশে কর্মসংস্থান কমেছে। কিন্তু বাংলায় কর্ম সংস্থান ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দারিদ্রতা কমেছে ৪০ শতাংশ। মুখ্যমন্ত্রীর কথায়, দেউচা পাচামি হলে ১ লক্ষ চাকরি হবে। বাইরে যাওয়ার দরকার নেই, চাকরি আপনার ঘরের সামনে, আপনাকে ডাকবে।

Comments are closed.